স্রোতের বিপরিত আমাদের টিকে থাকার আন্দোলন
লিখেছেন লিখেছেন জিহর ০৩ আগস্ট, ২০১৮, ০২:২৫:০২ দুপুর
আমাদের নিরাপদ সড়ক আন্দোলন এবং কিছু অপ্রিয় সত্য...
১
গতো রমজানের আগে যখন কোটা আন্দোলন শুরু হয়, এবং ঠিক রোজার পূর্ব মূহূর্তে সরকার কতৃক কথিত (আমাদের চিরচেনা) আশ্বাস প্রাপ্ত হয়ে ছাত্র নেতারা ঘরে ফিরতে শুরু করলো, তখন আমি বলেছিলাম যে, এবারের এই আন্দোলন বন্ধ হলে আর আলোর মুখ দেখবে না ।
এখন কোটা আন্দলোনের নেতাদের গ্রেপ্তার,গুম এবং হত্যা করে দমিয়ে দেওয়া হচ্ছে ।
ফলে এর শেষটা দেখার আগেই মনে হয় কোটা আন্দোলন শেষ হয়ে গেলো।
২
গতোকাল বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন ছিলো ।
বাসায় যাবো বলে বের হয়ে রাস্তা থেকে সোজা আবার ছাত্রাবাসে ফিরে এসেছি।
রাস্তায় কোন বাস চলছে না। মিরপুর ১০এর মোড়ে ছোট গাড়ি গুলোর ড্রাইভিং লাইসেস্ন খুব ভালোভাবে যাচাই করছে কিছু কলেজ স্টুডেন্ট ।
সাবাভিক ভাবে লাইসেন্স চেকিং মাঝে আমরা কিছু "লেনদেনের" গন্ধ পাই।
এখানটাও আলাদা ছিলো না। অর্থাৎ লেনদেন হয়েছে।
তবে সচারাচরের পরিচিত নোট নয়। এবার লেনদেন হতে দেখলাম ভিডিও।
বিষয়টা খোলাসা করি। কলেজের তরুনরা এক একটা করে প্রাইভেট কার বা এ জাতিয় গাড়ি গুলোর লাইসেন্স চেক করছে। যার কাছে লাইসেন্স নাই। তার এক বা দেড় মিনিটের ভিডিও নিচ্ছে , কেনো সে লাইসেন্স ছাড়া পথে এলো।
বিষয়টা আজগুবি ভাবার সুজোগ নেই। এই ভিডিওটায় কি হতে পারে, তা আমরা এখন সবাই জানি।
তো ছাত্রদের এই অবোরোধে আমার উত্তরায় যাওয়া হয়নি।
এতে আমার নিজের,আম্মুর,বড়ো ভাইয়ের কারো কোনো অভিযোগ নাই। যেমনটা সচারাচর রাজনৈতিক অবোরোধে হয়ে থাকে। বরং আমি বিষটা দারুন উপভোগ করেছি,এবং খুব ভালোও লেগেছে । ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্ররা বাবা,চাচার বয়সি বড়ো মানুষ গুলোকে কিভাবে খপ করে ধরে ফেলছে লাইসেন্সের জন্য।
তোমরা এগিয়ে যাও। তোমাদের এই সচেতোনতা এবং বন্ধুপ্রিতম মনোভাব টিকে থাকলে আগামিতে আমরা ভালো কিছু পেতে পারবো। তোমরা সকল দুর্নিতির বিরুদ্ধে লড়বে,কোরাপশন রুখে দেবে এটাই কামনা।
তোমাদের জন্য মন থেকে ভালোবাসা হে বন্ধুরা।
৩,
এখনের এই "নিরাপদ সড়ক চাই" আন্দোলনের মতো আরো কতোগুলো আন্দোলন গতো হয়েছে তা হিসেব করা খুব কঠিন নয়। কিছুদিন আগের কোটা আন্দোলন এখোনো চলছে।
তবে আমি ভাবছি অন্য কথা।
গতো কয়েকদিন আগে দেশের গুরুত্বপূর্ন তিন তিনটি সিটিতে নির্বাচন হয়েছে। এবং বরাবরের মতো এবারো ভোট চুরি, জাল ভোট, কেন্দ্র দখল ,পৃজাইডিং অফিসারের সাথে বাজে ব্যাবহার,সয়ং পৃজাইডিং অফিসার কতৃক দুর্নিতি, বিরোধি দল গুলোকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া সহো বহু অনিয়ম হয়েছে। যেটার বিষয়ে অপৃতিকর অনেক অনেক সংবাদ,ভিডিও ক্লিপ্স দেখেছি আমাদের নিজস্য সংবাদ মাধ্যম তথা "ফেসবুকে"।
যার জন্য এই সনিবার মানে ৪ তারিখে সারাদেশে বিক্ষোভ আন্দলনের ডাক দিয়েছিলো বিরোধী দল গুলো।
কেননা গনোত্রান্তিক দেশে কেওই চাইবে না "ইচ্ছের নৌকায়" দেশ চলুক। প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে! কিন্তু রক্ষা হচ্ছে না কোনো জায়গায়।
এখন সরকার হয়তো সেই আন্দোলন মাথাচাড়া দেবার সুজোগ দেবে না কিছুতেই। ফলে দেখা গেলো এই "নিরাপদ সড়ক চাই" আন্দোলন কে কিছুটা দীর্ঘায়িতো করে তারা অন্যান্য আন্দোলন গুলোকে জনোগনের দৃষ্টির আড়ালে নিয়ে যেতে চাইছে।
ফলে দেখা যাবে আগামি সনি ,রবিবার পর্যন্ত এই অান্দোলন জিয়িয়ে রেখে সোমবারে সব ক্লিয়ার করে দেবে নাম মাত্র কিছু আস্বাস দানের মাধ্যমে।
এতে সাপ'ও মরলো,লিঠিও ভাঙ্গলো না।
ঠিক যেমনটা আমরা দেখেছিলাম "হেফাজতে ইসলাম" আন্দলোনের সময়। মাস ব্যাপি চলোমান "জাগরন মঞ্চ" এক দিনের আন্দোলনেই সরকার উঠিয়ে দিয়েছিলো।
এখন দেখার অপেক্ষা মাত্র "কি হতে চলেছে"...
.
লিখা: তালুকদার জহির
facebook,
https://m.facebook.com/story.php?story_fbid=2131145770496051&id=100008019462631&refid=17&ref=opera_speed_dial&_ft_=top_level_post_id.2131145770496051%3Atl_objid.2131145770496051%3Athrowback_story_fbid.2131145770496051%3Athid.100008019462631%3A306061129499414%3A2%3A0%3A1535785199%3A-1742617325263882961&__tn__=%2AW-R
বিষয়: বিবিধ
৭৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন